শ্রীবরদীতে ৪র্থ শ্রেণির ছাত্র জসিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
 শেরপুর প্রতিনিধি ।।
শেরপুরের শ্রীবরদীতে ৪র্থ শ্রেণির ছাত্র জসিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে এলাকাবাসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে। মানববন্ধনে জসিম হত্যাকারীদের দোষি প্রমাণ করে ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, রাণীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, আবু সামা কবীর, রাণীশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসেক বিল্লাহ বিল্লাল, সহ-সভাপতি এম এ মোনায়েম, সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন চারু ও নিহত জসিমের মা জবেদা বেগম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)