কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যান সোহেলের প্রচেষ্টায় রাস্তা সংস্করণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল গত ০৪—০১—২০২২ ইং সালে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করে তার দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকেই কেন্দুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে রাস্তা, বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। এরই মধ্যে নিজ উদ্যোগে জালালেরপাড়া প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তা করে দিয়েছেন। সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধায় কেন্দুয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত রাস্তা টিআরএর মাধ্যমে অর্ধ লক্ষাধিক টাকা ব্যয়ে মাটি কেটে দিয়েছে। এতে করে উপকৃত হয়েছে বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। এছাড়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের রাস্তাগুলোর কাজ করেছেন কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে। গত ২২শে মার্চ ইজিপিপি প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মনিরুজ্জামান জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রকল্পের কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাকে আরোও রাস্তার কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান সোহেল একজন কর্মঠ ব্যক্তি। তার মাধ্যমে ইউনিয়নের কর্মসৃজনসহ সকল প্রকল্প দ্রুত সম্পন্ন হয়ে আসছে। আগামীতে কেন্দুয়া ইউনিয়নে আরোও অনেক কাজ বাস্তবায়ন করা হবে। কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন, ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল মানুষের সেবা করার। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে। আমার মায়ের দোয়ায় এখন আমি আমার সেই সেবার ইচ্ছে দিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের সংস্কার করেছি। ৯টি ওয়ার্ডে ইউপি সদস্যদের নিয়ে এডিপি, এলজিএসপি, কর্মসৃজনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। সকলের দোয়ায় আগামীতে আরোও অনেক কাজ করতে পারবো বলে আশা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)