মাদারগঞ্জে ৪ হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের মাদারগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় পঁচা-বাসি ইফতার সংরক্ষণ ও জিলাপিতে ক্ষতিকর রঙ ব্যবহার করায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আর এস রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, ওজনে কম প্রদান, মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশের জন্য গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা এবং বালিজুড়ি বাজারের দু’টি কসমেটিকস্ দোকানকে শরীরের রঙ ফর্সাকারী ক্রিম ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জামালপুর ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এসব জরিমানা ও মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)