নিজস্ব প্রতিবেদক ।।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র পক্ষ থেকে জামালপুর পৌরসভার ১৫ টি সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর মহিলা লীগের সভাপতি মনিরা চৌধুরী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল এর সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা চৌধুরী, শহর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আমীর প্রমূখ।
এসময় ২ শতাধিক মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী শাড়ি বিতরণ করা হয়।
এসময় জেলা, পৌর ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন