নান্দিনার বাদেচান্দি গ্রামে ভেঙ্গে গেছে রাস্তার ব্রিজ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নান্দিনা  প্রতিনিধি ।।

জামালপুর সদর উপজেলার নান্দিনা—খলিশাকুড়ি—রণরামপুর মোড় পর্যন্ত পাকা সড়কের বাদেচান্দি গ্রামের রেল লাইন সংলগ্ন জায়গায় ব্রিজের একটি অংশ ভেঙ্গে গেছে। এ রাস্তায় প্রতিনিয়ত ইট বালুর ট্রাক অবাধে চলাচল করায় ব্রিজটির মাঝখানে ভেঙ্গে গেছে। স্থানীয় লোকজন ব্রিজের ভাঙ্গা অংশে বিপদজনক সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছেন। সিদ্দিকুর রহমান নামে একজন গ্রামবাসী জানান, ব্রিজটি অনেক পুরনো হওয়ায় বালুর ট্রাকের কারণে ভেঙ্গে গেছে। আমরা জরুরি ভিত্তিতে পুরনো ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে কথা হয় শরিফপুর ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার গোলাম সোবহানি লিটনের সাথে। তিনি জানান, ভাঙ্গা ব্রিজ নিয়ে আমি ইউপি চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)