নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরে অনাথ ও অসহায় ছেলেমেয়েদের মাঝে খাদ্য বিতরণ করলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
বুধবার সন্ধ্যায় জামালপুর রিক্রিয়েশন ক্লাবে অপরাজেয় বাংলাদেশ স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রের ৭০জন ছেলেমেয়ের মধ্যে এই খাদ্য বিতরণ করেন ওই নেতা।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, সোহরাব হোসেন বাবুল, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খান, সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শফি-উদ-দৌলা চিশতী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মোশায়ের উল ইসলাম রতন প্রমুখ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন