উপজেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে সাংবাদিক নাদিমের উপর হামলার অভিযোগ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের  বাংলানিউজ জামালপুর প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা করেছে উপজেলা আওয়ামী লীগেরর সভাপতি শাহিনা বেগমের সমর্থকরা। গত মঙ্গরবার রাত সাড়ে ১০ টার দিকে বকশীগঞ্জ মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পেশাগত দাযিত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে মধ্যবাজার এলাকায় পৌছলে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের সমর্থক যুবলীগ নেতা শামীম খন্দকার, স্বপন মন্ডল, শেখ ফরিদেরর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা হামলা চালায়।
হামলায় গুরুত্বর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে নাদিম বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম জানান, রাজাকার ইস্যুসহ উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে সংবাদ পরিবেশন করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের নির্দেশে তার সমর্থক স্বপন, শেখ ফরিদ, শামীম আমার উপর হামলা করে।
হামলার বিষয়ে আওয়ামীরীগের সভাপতি শাহিনা বেগমকে ফোন দিয়ে পাওয়া যাযনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামালপুর প্রেসক্লাব, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)