নিজস্ব প্রতিবেদক ।।
সরকারি আশেক মাহমুদ কলেজে বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী’র সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী তার শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ পরিদর্শন করেন। এসময় কলেজ প্রাঙ্গণে একটি বট বৃক্ষ রোপণ করেন ।
এরপর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের পক্ষ থেকে শিক্ষক সংসদ মিলনায়তনে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাক্তন (উচ্চ মাধ্যমিক ১৯৭৩ ব্যাচ) এই গুণী ছাত্র জনাব হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি, সাবেক বিচারপতি মির্জা হোসাইন হায়দার, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম আকন্দ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সর্বসস্তরের শিক্ষকমন্ডলীসহ জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন