ব্যক্তিমালিকানাধীন জমিতে জোর পূর্বক খাল খননের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে চর মাহমুদপুর পশ্চিম পাড়ায় চর গোবিন্দ ব্রীজের উত্তর পার্শ্বে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমিতে জোর পূর্বক খাল খননের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দ ব্রীজের পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,আলহাজ্ব খলিলুর রহমান, স্থানীয় শাহ আলম,
সোহরাব হোসেন,মফিজুল ইসলাম,রুমি খাতুন, কৃষক মফিজ প্রমূখ।
এলাকাবাসী অভিযোগ করেন, যেখানে খাল খনন করা হচ্ছে তা এই এলাকার মানুষদের ব্যক্তিগত মালিকানাধীন জমি। বছরে ৩ টি ফসল সহ এই জেলার খাদ্যশস্য উৎপাদনে এই জমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কে না বলে, কোন নোটিশ ছাড়াই ব্যক্তিগত মালিকানাধীন জমিতে জোর পূর্বকভাবে খাল খনন করা হয়েছে।
এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ নিজেও জোরপূর্বক খাল খননের সাথে জড়িত। ইউপি চেয়ারম্যান জিন্নাহ সাধারণ কৃষকদের সামনে , “আমি যেই দিক দিয়া যাই,সেই দিক দিয়াই খাস জমি হইয়া যায়” বলে মন্তব্য করে খাল খননকারীদের সার্বিক সহযোগিতা করেছেন।
সাধারণ কৃষক ও এলাকাবাসী আবাদী ও ব্যক্তিগত মালিকানাধীন জমিতে জোর পূর্বক জমিতে খাল খনন বন্ধের দাবী জানান।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)