সানন্দবাড়ীতে সুষ্ঠু পরিবেশে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
দেওয়ানগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের দেওয়ানগঞ্জ  উপজেলার ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বহুমুখী  উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ( ৩০ এপ্রিল)  রবিবার এস এস সি ও সমমানের  পরীক্ষা বাংলা প্রথম পত্র সুষ্ঠু সুশৃংখল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হযেছে।
এ কেন্দ্রে এ বছর ৮টি বিদ্যালয়ের মোট ৭৯৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন  করেছে এর মধ্যে ছাত্র ৪১০জন ও ৩৮৫ ছাত্রী জন। অনুপস্থিত ছাত্র সংখ্যা ৮জন ও ছাত্রী সংখ্যা ৮ জন।
অপরদিকে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ২৪৬ জন, উপস্থিত ২৪০ অনুপস্থিত ৬ জন।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন উপসহকারী প্রকৌশলী (এল জি এডি) মোঃ মেহেদী হাসান,  উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ মেজবা উল ইসলাম হামিদী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সানন্দবাড়ী বহুমুখী  উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়নুল আবেদীন।
 অপরদিকে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন , দেওয়ানগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান। কেন্দ্র সচিবের  দায়িত্ব পালন করেন। সানন্দবাড়ী  ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ  আব্দুর রশিদ আকন্দ।  এ সময় পরিদর্শক দল পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)