আব্দুল হামিদ খান স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।। 
জামালপুর সদর উপজেলার মেষ্টা  ইউনিয়নের  আব্দুল হামিদ খান স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। গত শনিবার আব্দুল হামিদ খান স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি এম সুলতান মাহমুদ খান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ,ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু।  এসময় কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ডিসপ্লে পরিবেশন করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন  প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানভীর মুর্শেদ খান,প্রাইমারী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)