মের্সাস মা ট্রের্ডাসের আয়োজনে জামালপুরে জালালাবাদ ঢেউটিনের কাঠমিস্ত্রি ও রিটেইলারদের সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ সাইদুর রহমান সাদী \
মের্সাস মা ট্রের্ডাসের আয়োজনে গত ৪ মার্চ জামালপুর রাণী কমিউনিটি সেন্টারে জালালাবাদ ঢেউটিনের কাঠমিস্ত্রি ও রিটেইলারদের সম্মেলন পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। জামালপুর নতুন বাসস্ট্যান্ড, সোনালী ব্যাংক সংলগ্ন মের্সাস মা ট্রের্ডাসের প্রোপাইটার মালেকা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাঠমিস্ত্রি ও রিটেইলার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ স্টীল এন্ড মেটাল লিঃ এর জি.এম আবু মুসা জাবের মিঠু। প্রধান আলোচক ছিলেন জামালপুর পৌর সভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক মোঃ সুরুজ্জামান, জামালপুর পৌর সভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলী আজাদ মোল্লা, আন্তর্জাতিক ফটোগ্রাফার মির্জা আলমগীর, রাণী কমিউনিটি সেন্টারের পরিচালক মোঃ আব্দুল কাউমসহ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ও উপস্থাপনা করেন জালালাবাদ ঢেউটিনের এরিয়া ম্যানেজার অমিত কুমার চন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকল কাঠমিস্ত্রি ও রিটেইলারদের উপহার সমগ্রী বিতরণ ও দুপুরের মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)