নিজস্ব প্রতিবেদক \
জামালপুরে পুলিশ কন্সটেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নাদেরের পুত্র গফুর মিয়া (২০) এর কাছ থেকে প্রতারণামূলক ভাবে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে রংপুর জেলার কোতয়ালি গুপ্তপাড়া গ্রামের মৃত করিম উদ্দিনের পুত্র প্রতারক রাকিবুল ইসলাম সোহান (৫৫)। জানা যায় প্রতারক সোহান ৪—৫ মাস যাবৎ জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী গ্রামে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন। এই সুবাধে পুলিশের চাকুরী দেওয়ার কথা বলে গফুরের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া স্থানীয় ভাবে তার বিরুদ্ধে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। প্রতারণার বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ জানতে পেরে শুক্রবার গভীর রাতে নারিকেলী গ্রাম থেকে প্রতারক সোহানকে গ্রেফতার করে এস.আই নজরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন পুলিশ নিয়োগের জন্য আগেই পুলিশ সুপার এর নির্দেশনায় একটি সতর্কতামূলক পোষ্ট দেওয়া হয়েছিল সামাজিক মাধ্যমে। যাতে সাধারন মানুষ প্রতারণার স্বীকার না হয়। সেখানে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে বলে জানানো হয়েছিল। তার পরেও সামাজিক সচেতনার অভাবে অনেকে প্রতারণার স্বীকার হচ্ছে। প্রতারণার অভিযোগের ভিত্তিতে প্রতারক রাকিবুল ইসলাম সোহান কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এর সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, জামালপুরে পুলিশ কন্সটেবল পদে নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১০০ টাকা ছাড়া আর কোন খরচ নেই। মেধা এবং যোগ্যতার বলেই কন্সটেবল নিয়োগ করা হবে। চাকুরী দেওয়ার নামে কেউ প্রতারনা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
জামালপুরে পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণা গ্রেফতার— ১
মার্চ ০৪, ২০২৩
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন