কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ সাইদুর রহমান সাদী \
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, বদলে দেয়, দেহ ও মন” প্রতিপাদ্যকে সামনে রেখে ১নং কেন্দুয়া ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা—২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১নং কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ ফখরুল আলম, কেন্দুয়া ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক—শিক্ষিকাবৃন্দসহ প্রমুখ। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ১নং কেন্দুয়া ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)