মোঃ সাইদুর রহমান সাদী \
জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শহরের বেলটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ মেসবাহউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিবেদন উপস্থাপন করেন জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম। বাণী পাঠ করেন সহ—সভাপতি মোহাম্মদ মজিদুল আলম। এতে আয়—ব্যয় বিবরণী পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুল আলম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের সহ—সভাপতি মোঃ মজিদুল আলম মানিক, সচিব মোঃ ফারুকুর রহমান, এলাকা পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, রেজিনা আক্তার, চাঁন মিয়া, নজরুল ইসলাম, পরিচালক হামিদুর রহমান, মহিলা পরিচালক তানজীর আফজারী তালুকদার, শবনম মুস্তারী, রেবেকা সুলতানা এছাড়া উপস্থিত ছিলেন সরিষাবাড়ী ডিজিএম মোঃ নুরুল হুদা, সদর দপ্তর ডিজিএম মোঃ আকরাম হোসেন, বকশীগঞ্জ ডিজিএম জয় প্রকাশ নন্দী, নান্দিনা ডিজিএম মোঃ শামীম খান, মেলান্দহ ডিজিএম নুরুল আমিন, মাদারগঞ্জ ডিজিএম মোঃ জসিম উদ্দিন, ইসলামপুর ডিজিএম মোঃ আলীবর্দী খান সুজন, দেওয়ানগঞ্জ ডিজিএম মোঃ ইয়াহিয়া সিদ্দিকী, রৌমারী ডিজিএম মোঃ মেহেদী মাসুদ, সানন্দবাড়ী এজিএম মোঃ শফিকুল ইসলাম, বকশীগঞ্জ এজিএম মোঃ খায়রুল ইসলাম, সদর দপ্তর এজিএম (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসাইন, সদর দপ্তর এজিএম প্রকৌশলী আরিফ আহমেদ, এজিএম মোঃ শফিকুল ইসলাম, এজিএম মোঃ হাবিবুর রহমান, সদর দপ্তর এজিএম মোঃ কামরুল হাসান, মেলান্দহ এজিএম এস.এম শোয়েব আহমেদ, মাদারগঞ্জ এজিএম মোঃ আহসান কবীর, দেওয়ানগঞ্জ এজিএম শেখ ফরিদ, সরিষাবাড়ী এজিএম মোঃ আবু বকর সিদ্দিক আকন্দ, কয়ড়া এজিএম মোঃ আমিনুল ইসলাম, ইসলামপুর এজিএম আবু সালে মোঃ নাইম, সদর দপ্তর এজিএম শেখ ফরিদ, সদর দপ্তর এজিএম গাওসুল আলম, নামাজের—চর সাব জোনাল অফিস এজিএম সাধন কুমার মন্ডল, সদর দপ্তর এজিএম এ.কে.এম শামছুল হক, সদর দপ্তর এজিএম আব্দুল্লাহ আল মামুন, সদর দপ্তর এজিএম কামাল হোসেন মিতুল, সদর দপ্তর এজিএম কামরুল হাসান, রৌমারী জোনাল অফিস এজিএম মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, নির্বাহী প্রকৌশলী (এসওডি) মোঃ শাহীনুর রহমান মোল্লা, সহকারী প্রকৌশলী (এসওডি) এস.এম হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী (এসওডি) মোঃ শাহীনুর ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে রেফেল ড্র এর মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন