আর্জেন্টিনার জয়ে ৫ গরু জবাই ও কনসার্টের ঘোষণা মেসিভক্ত মাসুদের

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সরিষাবাড়ী প্রতিনিধি ।।
বিশ্বকাপ উন্মাদনা চলছে সারাবিশ্বে। তবে বাংলাদেশ যেন একটু বেশিই এগিয়ে। কাতার বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় এবার ৫ গরু জবাই করে গণভোজ ও “কনসার্ট ফর আর্জেন্টিনা” আয়োজনের ঘোষণা দিলেন মেসিভক্ত যুবক মাসুদ।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাসুদুর রহমান মাসুদ (২৬)। তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও পেশায় সংবাদকর্মী মাসুদ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ থেকে এ পর্যন্ত নানা আয়োজনে খরচ করেছেন প্রায় ৫ লাখ টাকা।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, শৈশব থেকেই মাসুদের ক্রিড়া ও বিনোদনের প্রতি রয়েছে ঝোঁক। ফুটবল খেলা বোঝার শুরু থেকেই তিনি মেসি ও তাঁর দল আর্জেন্টিনার ভক্ত। গত বিশ্বকাপ উৎসবে প্রিয় দলকে নিয়ে নানা পরিকল্পনা থাকলেও মাঝপথে ছিটকে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। টানা তিনদিন ছিলেন ভাত না খেয়ে। তবে এবার মেসিদের উত্তরোত্তর সাফল্যে গতবারের দুঃখ ঘুচেছে পুরোটাই।
সরিষাবাড়ী পৌর এলাকায় গিয়ে দেখা যায়, বিশ্বকাপ শুরুর আগে প্রায় অর্ধলাখ টাকা খরচ করে আরামনগর বাজার থেকে পশু হাসপাতাল পর্যন্ত দেড় হাজার ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা টানান মাসুদ। উদ্বোধনী ম্যাচসহ আর্জেন্টিনার প্রতিটি খেলা উপভোগের জন্য ধানাটা ব্রিজপাড় সংলগ্ন মরহুম মমতাজ সরকারের বয়লারের বড়পর্দার ব্যবস্থাসহ নানা আয়োজন করেন। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ৫০০ লোকের জন্য গরুর মাংসের মেন্দা-ভাত (স্থানীয় বিখ্যাত খাবার) ও সেমিফাইনালে একহাজার লোকের জন্য বিরিয়ানির আয়োজন করেন। রবিবার রাতে ফাইনাল খেলা উপলক্ষে আয়োজন করা হয় এক হাজার ৫০০ লোকের জন্য ভুনাখিচুড়ি। আর্জেন্টিনার প্রতিটি বিজয়ে আতশবাজি ও আনন্দ শোভাযাত্রাসহ রাতভর চলে নানা উৎসব। মেসির হাতে বিশ্বকাপ যাওয়ায় মাসুদ ঘোষণা দিয়েছেন, কয়েকদিনের মধ্যেই ৫টি গরু জবাই করে আয়োজন করা হবে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার মেন্দা-ভাতের। এদিন হিরো আলমসহ চলচ্চিত্রের কয়েকজন নায়ক-নায়িকা ও গায়িকার অংশগ্রহণে “কনসার্ট ফর আর্জেন্টিনা” আয়োজন করা হবে।
মাসুদুর রহমান জানান, ফাইনালে প্রথমার্ধের খেলায় আর্জেন্টিনা ২-০ গোলে ফ্রান্সের চেয়ে এগিয়ে থাকায় নিশ্চিত ছিলাম মেসির হাতেই বিশ্বকাপ যাচ্ছে। কিন্তু ফ্রান্স ৩-৩ গোলে সমতা আনায় মানসিকভাবে ভেঙে পড়ি। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় সব কষ্ট দূর হয়েছে। এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে শীঘ্রই ৫টি গরু জবাই করে গণভোজ এবং কনসার্টের আয়োজন করা হবে।
তার মতে, ইতোমধ্যেই আর্জেন্টিনার সমর্থনে প্রায় ৫ লাখ টাকা খরচ করা হয়েছে। লিওনেল মেসি-ডি মারিয়া-মার্তিনেজদের বাংলাদেশে এলে তার এসব কষ্ট সার্থক হবে বলে মাসুদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)