শেরপুর প্রতিনিধি \
শেরপুর জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মোঃ হুমায়ুন কবির রুমান মোটর সাইকেল প্রতীকে ৫৪৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট চন্দন কুমার পাল (আনারস) প্রতীকে প্রাপ্ত ভোট— ১৮৭। গত ১৭ অক্টোবর সোমবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিরতীহীণ ভাবে চলে ভোট গ্রহন। শেরপুর সদর সহ ৫ উপজেলার ৫২টি ইউনিয়নের মোট ৭শত ৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা ভিত্তিক ঝিনাইগাতী উপজেলায় হুমায়ুন কবির রুমান—৮১, চন্দন—১৩, শ্রীবরদীতে রুমান—১০৪, চন্দন—৪০, নকলা— রুমান—১৪২, চন্দন—২৯, নালিতাবাড়ী—রুমান—১১৮, চন্দন—৫২, শেরপুর সদর—রুমান—১৪২, চন্দন—৫৩, সর্ব মোট—রুমান—৫৪৯, চন্দন—১৮৭ ভোট প্রাপ্ত হন। নির্বাচন চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ ও সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরলস ভাবে কাজ করেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান রাসেল, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ, স্ব—স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো জেলা পরিষদ নির্বাচন—২০২২ইং।
জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে সতন্ত্র প্রার্থী রুমান বিপুল ভোটে নির্বাচিত
অক্টোবর ১৯, ২০২২
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন