জামালপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে যুবলীগের বই বিতরণ ও খাবার বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক \
জামালপুরে শেখ রাসেল দিবস ও শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ। দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে শহরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ। এসময় জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়। পরে জামালপুর সরকারি শিশু পরিবার ও অপরাজেয় বাংলাদেশের শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনাসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)