নিজস্ব প্রতিবেদক \
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী যথাযোগ্যভাবে উদযাপিত হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে। গত ১৮ অক্টোবর এতদুপলক্ষে এক আলোচনা সভা বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রাসেল শেখের সভাপতিত্বে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মাসুম আলম খান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) গোলাম মওলা প্রমুখ। সভার পূর্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেখ রাসেল দিবসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করে।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস উদযাপিত
অক্টোবর ১৯, ২০২২
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন