সাজ্জাদ হোসেন শাহিন : মেলান্দহ প্রতিনিধি :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে বাংলাদেশের পুনঃ নির্মাণ’- বলে উলেখ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
মঙ্গলবার ( ১৭ই মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন বকুলতলায় দেশরত্ন শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন- ” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সততায়, নেতৃত্বে তিনি বিশ্বের শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। ” আলোচনা সভায় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল মামুন সরকার, সিএসই বিভাগের চেয়ারম্যান হুমায়ুন কবির,গণিত বিভাগের চেয়ারম্যান রিপন রায় ,ইইই বিভাগের চেয়ারম্যান রাশিদুল ইসলাম প্রমুখ।এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন – মির্জা আব্দুল হালিম, সোহাগ সরকার, ছাত্রলীগনেতা মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ।
এর আগে সকাল ১১টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । এরপর উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশের পুনঃ নির্মাণ’- বশেফমুবিপ্রবি উপাচার্য
মে ১৭, ২০২২1 minute read
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন