মধুপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৮ এপ্রিল) মধুপুর উপজেলা পরিষদের সন্মুখে খরিপ১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এসময় উপস্হিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী সহ উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তাগন। উপজেলা  কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল জানান বিনামূল্যে এক হাজার কৃষকের মাঝে  একহাজার বিঘা জমির জন্য প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ,২০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)