নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ সার ও বীজ বিতরণ করেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন প্রমুখ।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরের খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধি লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন