স.স.প্রতিদিন ডেস্ক ।।
আজ পহেলা বৈশাখ; বাংলা নববর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষ-১৪২৯ ‘এসো হে বৈশাখ এসো এসো…মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ জীর্ণ-পুরোনোকে বিদায় জানিয়ে আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে বাংলার ঘরে ঘরে আবার এলো বাংলা নববর্ষ ১৪২৯। ডেইলি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
‘বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ
বাঙ্গালি তাই সেজেছে আজ নববর্ষের সাজ!
জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা
বর্ষবরণের আনন্দে হয়েছে দিশেহারা।’
নববর্ষ এক আনন্দোৎসব। নতুন বছর আসে নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন প্রত্যয় নিয়ে। সব অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে বৈশাখ আসে নতুনের কেতন উড়িয়ে। পয়লা বৈশাখের উৎসবের প্রধান বৈশিষ্ট্য এর সর্বজনীনতা, এটি সব বাঙালির প্রাণের উৎসব। সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়।
পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের প্রাণের উৎসব। এই দিনে পূরোনো জীর্ণ অস্তিত্বকে বিদায় দিয়ে আমরা সতেজ-সজীব নবীন এক জীবনকে বরণ করে নেই। আসুন, আমরা নির্বিঘ্ন-নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করি। নতুন বছর সবার জন্য কল্যাণ বয়ে আনুক। প্রীতি-ভালোবাসায় আনন্দ-উৎসবে দূর হয়ে যাক সব অশান্তি। পৃথিবী শান্তিময় হোক।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন