মেলান্দহ প্রতিনিধি ।।
জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম ঘোষেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া ওই কৃষকের নাম আনিছুর রহমান আনিছ (৩০)। তিনি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের কাফি মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই আনিছ কৃষি জমিতে পানি দিতে যায়। বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম লিটু।
মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
এপ্রিল ১৬, ২০২২
0
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন