সাজ্জাদ হোসেন শাহিনঃ
জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে ১৫টি দোকান ছাইঁ হয়েছে।মঙ্গলবার মধ্যরাত ২ টার দিকে উপজেলার মালঞ্চ বাজারে মুক্তিযোদ্ধা আঃ করিম মার্কেটে এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত ২ টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রæত আগুন ছড়িয়ে পড়ে। ওষুদের দোকান সহ ১৫ টি দোকান পুড়ে যায়।দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৫ টি দোকান পুড়ে ছাইঁ হয়ে যায়।
মুদি দোকানদার মজনু মিয়া বলেন,১৬ বৎসরের ব্যবসার সম্ভল আগুনে পুড়ে চোখের সামনে শেষ হয়ে গেছে। প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মেলান্দহ ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, আগুন লাগার ঘটনা জানার পর ঘটনাস্থলে গিয়ে জামালপুর ও ইসলামপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন