নিজস্ব প্রতিবেদক ।।
সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে শুভ বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। বাঙ্গালী জাতির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর মাটি ও মানুষের নেতা তিন লক্ষ্য জনগণের নয়নের মণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম প্রতিমন্ত্রী কর্মবীর আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র শেখ আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাজেদুর রহমান ইসলামপুর জে জে কে এম গার্লস হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ খলিলুর রহমান,এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল নাসের চার্লেস , বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রসাশন আয়োজন করেন পহেলা বৈশাখের অনুষ্ঠান। শুভ নববর্ষ দিয়ে নতুন বছরের যাত্রা শুরু হলো আরেকটি বাংলা বছরের। এসময় বক্তারা বলেন উৎসবের পাশাপাশি বৈশাখ হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেগে ওঠার শক্তি। উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার আনন্দ রেলি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে এসে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্ম যার যার, উৎসব সবার। গ্রামীণ বাংলার জনপদে পহেলা বৈশাখ নতুন মাত্রায় বিশ্বের বুকে এক গর্বিত জাতি, বর্ষবরণের মাধ্যমে বাঙ্গালীরা নতুন করে প্রাণ খুঁজে পায়। পরে দেশ ও জাতির ভিতরের ক্লেদ, জীর্ণতা দূর হোক এই আশা ব্যক্ত করে এবং সবার মঙ্গল কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন