সরিষাবাড়ী প্রতিনিধি ।।
জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি আরব ফেরত যুবক মিজানুর রহমান আব্দুল্লাহ (২৫) হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সহস্রাধিক এলাকাবাসী। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু তাহের, নিহত আব্দুল্লাহর বাবা আমজাদ হোসেন, মা মেহেরুন বেগম, ইউপি সদস্য আফজাল হোসেন, স্থানীয় আব্দুল মোতালেব চান প্রমুখ।
বক্তারা জানান, চর নান্দিনা গ্রামের আমজাদ আলীর একমাত্র ছেলে মিজানুর রহমান আব্দুল্লাহ ২২ ফেব্রুয়ারী নিখোঁজ হন। ২৫ ফেব্রুয়ারী বাড়ির পাশের ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে। আব্দুল্লাহ্ সৌদি থাকা অবস্থায় একই গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী কল্পনা বেগম তার কাছ থেকে টাকা হাওলাত নেয়। দেশে ফিরে সে টাকা ফেরত চাইলে কল্পনা তাকে নানা হুমকি দেয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় থানায় মামলা হলেও রহস্যজনক কারণে আসামীদের গ্রেফতার করছে না পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সব আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন