নিজস্ব প্রতিবেদক ।।
শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ এপ্রিল) ইসলামপুর উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা। আরও উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ ও রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ আরিফা আক্তার, ইসলামপুর জয়চাঁদ জয়সুন্দরি ক্ষেএ মোহন গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামপুর এম, এ সামাদ পারভেজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল নাসের চার্লেস চৌধুরী, সরকারি ইসলামপুর নেক জাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সরকারি ইসলামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সভারচর দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোশাররফ হোসাইন এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে প্রধানদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন