নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজারে শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিটুস লরেন্স চিরান। অভিযানে বাজারে অবৈধভাবে গড়ে উঠা একটি দোকান ভেঙ্গে ফেলা হয়। সেই সাথে তিনটি দোকানে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিটুস লরেন্স চিরান বলেন, “বাজারে মানুষের যাতায়াতের পথ বন্ধ করে অবৈধভাবে দোকানটি গড়ে তোলা হয়েছিল। সাধারণ মানুষের সুবিধার জন্য দোকানটি ভেঙ্গে দেওয়া হয়েছে। সেইসাথে তিনটি দোকানের মালিককে জরিমানা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।” এসময় উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মাহমুদুল হাসান সজীব প্রমুখ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন