নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষের এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন – গৃহহীনদের মাঝে গৃহ প্রদান উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ দিনে প্রধানমন্ত্রী দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়ে) জামালপুরে ২৮০টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা হবে। জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। জেলা প্রশাসন জানান, তৃতীয় পর্যায়ে ২৮০টি “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নিমার্ণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ১০৯টি, সরিষাবাড়িতে ৩টি, মাদারগঞ্জে ৩০টি, মেলান্দহে ২৫টি, ইসলামপুরে ৩০টি, দেওয়ানগঞ্জে ২৮টি ও বকশীগঞ্জে ২০টি। এছাড়াও ৩য় পর্যায়ের ঘরের ডিজাইন আংশিক সংশোধন করে ঘর প্রতি বরাদ্দ দেয়া হয় ২,৫৯,০০০ টাকা। ইতোমধেই ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে। তাছাড়া প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান ও পানির সুব্যবস্থার জন্য টিউবওয়েল বসানোর কাজ চলমান রয়েছে। এছাড়াও ২০০টি পরিবারকে ২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল সম্পাদন এবং খতিয়ান প্রস্তুত করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়েছে, জেলা প্রশাসনের নেতৃত্বে উপপরিচালক, স্থানীয় সরকার, নির্বাহী প্রকৌশল, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি ও জেলা মনিটরিং কমিটির সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা হয়। অপরদিকে প্রথম পর্যায়ে “ক” শ্রেণির ১৪৭৮টি পরিবারকে ২৩ জানুয়ারি ২০২১ তারিখ এবং দ্বিতীয় পর্যায়ে ৭৭৫ পরিবারকে ২০ জুন ২০২১ তারিখে উদ্বোধন করেন। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিলো ১,৭১,০০০ ও দ্বিতীয় পর্যায়ে প্রতিটি ঘরের বরাদ্দ ছিলো ১,৯০,০০০ টাকা। পরে জামালপুর সদর উপজেলার সম্মেলনকক্ষে বিকাল ৪টায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ রমজান আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারি মাহমুদুল হাসান সজীব প্রমুখ ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন